পানাগড়ে একটি ডায়াগনস্টিক সেন্টার ভুল রিপোর্ট দেবার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন রোগীর পরিবার পশ্চিম বর্ধমান জেলার পানাগর রেলপাড়ের বাসিন্দা সুব্রত সিনহা চলতি মাছের ৫ তারিখে পানাগর একটি বেসরকারি সেন্টারে তার স্ত্রীকে নিয়ে ডাক্তারের চিকিৎসা মত পরীক্ষা করতে যায়। পরীক্ষার রিপোর্টে গলব্লাডার উল্লেখ করা থাকে। কিন্তু সুব্রত সিনহা তার স্ত্রীকে ২০২৩ সালে দূর্গাপুর একটি বেসরকারি হাসপাতালে শারীরিক অসুস্থতার জন্য গলব্লাডার বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু পানাগড়ে যে ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করা হয়েছে সেখানে কেন গলব্লাডার উল্লেখ করা আছে তার জন্য সুব্রত সিনহা মনে করছেন পানাগরের এই ডায়াগনস্টিক সেন্টারটি সম্পূর্ণ ভুল রিপোর্ট দিয়েছেন এবং আগামী দিনে যাতে এই ধরনের কোন রোগীর সাথে না করে তার জন্য তিনি কাকসা সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং পানাগর স্বাস্থ্য দপ্তরকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছে। যদিও ডায়াগনস্টিক সেন্টার এর কর্তৃপক্ষ জানিয়েছেন রিপোর্টে প্রিন্টিং ভুলেরএর জন্যই এই ঘটনা ঘটেছে । কারণ রিপোর্টের সাথে যে ফটোকপি দেওয়া হয় সে ফটো কপি টি তে গলব্লাড ার কোন চিহ্ন নেই এবং ইচ্ছাকৃতভাবে তিনি এই রিপোর্ট দেননি, ভুলবশত প্রিন্ট হয়ে গেছে এবং বিষয়টি জানা মাত্রই বারবার যোগাযোগ করেছিলেন কিন্তু সুব্রত সিনহা যোগাযোগ করেননি। যদিও এই বিষয়ে প্রশাসন কি ব্যবস্থা নাই সেটা এখন দেখার বিষয়।