Video

1 month ago

World Bicycle Day | বিশ্ব বাইসাইকেল দিবসে ময়দানে বাইসাইকেল প্রেমীরা

 

বিশ্ব বাইসাইকেল দিবসে ময়দানে বাইসাইকেল প্রেমীরা। বিশ্ব বাইসাইকেল দিবসের সাত সকালে নতুন প্রজন্মকে বার্তা দিতে বাইসাইকেল প্রেমীরা ঘুরলেন ময়দান। ভিক্টোরিয়ার উত্তর গেট থেকে ময়দানের বিভিন্ন জায়গায় তারা বাইসাইকেল চালিয়ে ঘোরেন। বাইসাইকেল প্রেমীদের দলে ছিলেন এভারেস্ট বিজয়ী দুই পর্বতারোহী দেবাশীষ বিশ্বাস ও মলয় মুখোপাধ্যায়। বর্তমান গতির যুগে ট্রেস রিলিফ করতে বাইসাইকেলের প্যাডেলে পাদিন। বার্তা পর্বতারোহী দেবাশীষ বিশ্বাসের। কলকাতা শহরকে দূষণমুক্ত রাখতে বাইসাইকেল চালানোর আবেদন সাইকেলপ্রেমীদের।

You might also like!