kolkata

4 months ago

Sourav Gangopadhyay:ভোট থাকলেও দেননি সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Gangopadhyay
Sourav Gangopadhyay

 

কলকাতা:  কলকাতা-সহ রাজ্যের একাধিক এলাকায়  ভোটগ্রহণ হয়েছে। কিন্তু শনিবার ভোট দিতে দেখা গেল না সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এদিন তাঁর কেন্দ্রে ভোট থাকলেও যাননি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন প্রাক্তন ভারত অধিনায়ক, এমন গুঞ্জন ছড়িয়েছিল। জল্পনা আরও উসকে গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাতের পর। মার্চ মাসে একদিন বিকেলে আচমকাই নবান্নে পৌঁছে যান সৌরভ। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাও বলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। প্রায় আধঘণ্টা তাঁদের মধ্যে কথা হয়। তবে শেষ পর্যন্ত রাজনীতির ময়দানে পা রাখেননি সৌরভ।

২০২১ সালে ভোট দিয়েছিলেন সৌরভ। বড়িশা শশিভূষণ জনকল্যাণ বিদ্যাপীঠে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় তাঁকে। কিন্তু লোকসভা নির্বাচনে কেন ভোট দিলেন না তিনি? সূত্রের খবর, নির্বাচনের দিন শহরে ছিলেন না মহারাজ। কাজের জন্য মুম্বইতে যেতে হয়েছে তাঁকে। শনিবারও সেখানেই ছিলেন সৌরভ। সেই কারণেই ভোট দিতে পারেননি।


You might also like!