kolkata

6 days ago

Kalyan: কল্যাণের বিরুদ্ধে অভিযোগ, খতিয়ে দেখার দাবি কুণালের

Kunal Ghosh (File Picture)
Kunal Ghosh (File Picture)

 

কলকাতা, ২২ জুন: বিধানসভার আগামী উপনির্বাচনে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বিরুদ্ধে অভিযোগ উঠল বিজেপি বাঁচাও কমিটির। এই অভিযোগ খতিয়ে দেখার দাবি তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

‘সেভ বেঙ্গল বিজেপি’ এক্স-বার্তায় অভিযোগ করেছে, “চৌবে রাতারাতি ভট্টাচার্য? আর কতো নিচে নামবেন কল্যাণ চৌবে ? আপনি বাঙালিদের খেলো ভাবলেন কি করে? এআইএফএফ সভাপতি হয়ে বিশ্বকাপ টিকেটের কালোবাজারি ও নিজের ভগ্নিপতি, ব্যাংকের কোটি কোটি টাকা আত্মসাৎ করে জেলখাটা আসামী শিবাজী পাঁজার মাধ্যেমে সব কন্ট্যাক্ট বিক্রী ছাড়া কি করেছেন?”

এর প্রেক্ষিতে শনিবার কুণাল এক্স-বার্তায় লিখেছেন, “এসব তো মারাত্মক অভিযোগ। বিজেপির মধ্যে থেকেই উঠছে। এগুলির সত্যতা খতিয়ে দেখতে অবিলম্বে যথাযথ তদন্ত প্রয়োজন। বিজেপির কী হাল! এমন একজনকে মানিকতলায় প্রার্থী করেছে।”

অপর এক্স-বার্তায় কুণাল এদিন দুটি দৈনিকে প্রকাশিত সংবাদের কাটিং যুক্ত করে লিখেছেন, “মানিকতলার বাসিন্দাদের জন্যে-

ফুটবল ফেডারেশনে হাজার অভিযোগ, এবার খোদ বিদায়ী কোচ তোপ দাগলেন, আর ঐ কল্যাণ চৌবে, এবার আরেকটি পদবী জুড়ে তৃতীয়বার ভোটে হারার জন্য নাটক করতে আসছে।”


You might also like!