দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জ্যোতিষ শাস্ত্রে সূর্যের রাশি পরিবর্তনের মতোই নক্ষত্র পরিবর্তনকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। এবার পুষ্য নক্ষত্রের যাত্রা শেষ করে অশ্লেষায় প্রবেশ করেছে সূর্য। উল্লেখ্য, বুধ আগেই এই নক্ষত্রে গোচর করছে। সূর্য ও বুধের এই সংযোগের কারণে কোন রাশির ওপর শুভ পড়বে জেনে নিন
বৃষ রাশি (Taurus Zodiac)
সূর্যের অশ্লেষা নক্ষত্রে প্রবেশের ফলে বৃষ রাশির জাতকরা বিশেষ ভাবে লাভবান হবেন। কেরিয়ারে নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এই রাশির জাতকরা। বহুদিন ধরে কোনও কাজ আটকে থাকলে, এবার তা সম্পন্ন হবে। চাকরিজীবীদের পদোন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময়কালে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে।
মিথুন রাশি (Gemini Zodiac)
মিথুন রাশির জাতকদের জন্য সূর্যের অশ্লেষা নক্ষত্রে প্রবেশ লাভজনক প্রমাণিত হবে। এই সময়কালে ভাগ্যের সঙ্গ পাবেন মিথুন রাশির জাতকরা। এর ফলে বেশ কিছু কঠিন কাজেও সাফল্য অর্জন করতে পারবেন। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য লাভজনক সময়। আর্থিক পরিস্থিতি উন্নত হবে এই রাশির জাতকদের।
তুলা রাশি (Libra Zodiac)
জ্যোতিষ গণনা অনুযায়ী অশ্লেষা নক্ষত্রে সূর্যের প্রবেশের সঙ্গে সঙ্গে তুলা রাশির জাতকদের ভাগ্য চমকাবে। কেরিয়ারে উন্নতি হবে। এরই পাশাপাশি অর্থ উপার্জনের নতুন সুযোগ পাবেন তুলা জাতকরা। ব্যবসায়ীদের এই সময় প্রচুর লাভ হবে। ব্যবসায় সাফল্যের যোগ রয়েছে। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন এই রাশির জাতকরা।