Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Festival and celebrations

2 years ago

Ganesh Chatruthi 2023 : এ বছর গনেশ চতুর্থীর সঠিক তিথি জানেন? বাড়িতে কী ভাবে করবেন পুজো? জেনে নিন সব তথ্য

Ganesh Chatruthi Puja (Collected)
Ganesh Chatruthi Puja (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তিনি সিদ্ধিদাতা, তিনি সমৃদ্ধির প্রতীক, তিনি বিঘ্নহর্তা , শুভ কাজ আরম্ভের তিনিই পথ প্রদর্শক।  ভাদ্রপদ মাসের শুক্ল পক্ষের চতুর্থী তিথিতেই সেই সুখ-সমৃদ্ধির দেবতা বিঘ্নহর্তা গণেশের জন্ম। তাই প্রতি বছর এই তিথিতে গণেশ উৎসব পালিত হয়। চতুর্থী তিথি থেকে শুরু করে অনন্ত চতুর্দশী পর্যন্ত দশ দিন ধরে গণেশ উৎসব পালিত হয়। 

চলতি বছর কবে গণেশ চতুর্থী পড়েছে জানা আছে? কী পদ্ধতিতে গৃহে সিদ্ধিদাতার আবাহন করতে হয় তার বিধি জানেন তো? যদি এই সম্পর্কিত তথ্য জানতে চান তবে এই প্রতিবেদন্টি পড়ুন। 

চলতি বছরে ভাদ্র শুক্লপক্ষের চতুর্থী তিথি শুরু ১৮ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ২টো ৯ মিনিটে, ভাদ্র শুক্লপক্ষের চতুর্থী তিথি সমাপ্ত হচ্ছে ১৯ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ৩টে ১৩ মিনিটেউদয় তিথি মেনে ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থী পালিত হবে। গণেশ মূর্তি প্রতিষ্ঠার শুভক্ষণ ১৯ সেপ্টেম্বর সকাল ১১টা ৭ মিনিট থেকে দুপুর ১টা ৩৪ মিনিট পর্যন্ত থাকবে। এই সময়ের মধ্যে বাড়িতে গণেশ মূর্তি প্রতিষ্ঠিত করুন গৃহে সুখ সমৃদ্ধি বর্তমান থাকবে। 

গণেশ প্রতিষ্ঠার কিছু সহজ নিয়ম রয়েছে যা মেনে বিঘ্নহর্তার আবাহন করলে ভাল ফল পাবেন 

* এই দিন সকালে স্নান করে স্বচ্ছ পোশাক পরে নিন

*এর পর কপালে তিলক কেটে নিন। তার পর আসন বিছিয়ে পূর্ব দিকে মুখ করে বসে যান। আসন যাতে ছেঁড়া না-হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে

* কাঠের চৌকি বা গম, মুগ ও জোয়ারের ওপর লাল কাপড় বিছিয়ে গণেশ মূর্তি স্থাপন করুন

* এবার গণেশের ডান ও বাঁ দিকে ঋদ্ধি-সিদ্ধির প্রতীক হিসেবে একটি করে সুপুরি রেখে দিন

* গণেশ চতুর্থীর সকালে বাড়ির উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিকে গণেশ প্রতিমা স্থাপিত করুন

*গণেশ স্থাপনার পর নবগ্রহ, ষোড়শ মাতৃকা তৈরী করুন

* চৌকীর পূর্ব দিকে ঘট রাখুন ও দক্ষিণ-পূর্ব দিক প্রদীপ জ্বালান

* তার পর নিজের ওপর জল ছিটিয়ে ওম পুণ্ডরীকাক্ষায় নমঃ মন্ত্র জপ করতে করতে গণেশকে প্রণাম করুন

*হাতে সুগন্ধ, ফুল ও অক্ষত নিন। তার পর গণেশের ধ্যান করুন

* গনেশ মন্ত্র যপ করতে করতে গণেশের আবাহন ও আসন প্রদান করুন

* আসন প্রদানের পর গণেশকে স্নান করান। এ ক্ষেত্রে পঞ্চামৃত স্নান করানো ভালো

*এর পর বস্ত্র, উপবীত, চন্দন,  ধূপ, দীপ, নৈবেদ্য, ফল ইত্যাদি নিবেদন করুন ও নিজের মনের কথা জানান। এভাবেই সম্পন্ন করুন গনেশ চতুর্থীর বিশেষ পুজো। 


You might also like!