First page 3 months ago (11)

CBI arrested SP Sinha and Ashok Saha : এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে এসএসসির প্রাক্তন দুই উপদেষ্টা

CBI arrested SP Sinha and ashok Saha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে এফআইআর দায়ের করেছিল তাতে  নাম ছিল শান্তিপ্রসাদ সিন্‌হা ও এবং অশোক সাহা-র। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় এবার গ্রেফতার করল সিবিআই এসসির প্রাক্তন দুই উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্‌হা এবং অশোক সাহাকে। এ বার নিজেদের হেফাজতে নিয়ে তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই গোয়েন্দারা। 

সিবিআই সূত্রে খবর, এই দু’জন তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। তথ্য গোপন করছিলেন। এই কারণেই শান্তিপ্রসাদ ও অশোককে গ্রেফতার করা হল।

You might also like!