First page 3 months ago (4)

Anubrata Mandal did not appear before CBI: দশম বারের সমনও এড়িয়ে গেলেন অনুব্রত, পদক্ষেপ নিতে পারে সিবিআই

Anubrata Mandal did not appear before CBI

 

কলকাতা, ১০ আগস্ট : গরুপাচার মামলায় সিবিআই-এর সমন ফের এড়িয়ে গিয়েছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। বুধবার বেলা এগারোটা নাগাদ নিজাম প্যালেসে সিবিআই-এর দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রতর। কিন্তু তিনি এ বারও আসেননি। শেষ খবর পাওয়া পর্যন্ত সিউড়ির বাড়িতেই রয়েছেন তৃৃণমূল নেতা। এখন কী পদক্ষেপ করবে সিবিআই, সেটাই দেখার।

অনুব্রত অসুস্থ বলে জানিয়েছেন বীরভূমের চিকিৎসকেরা। অর্শের সমস্যা ভোগাচ্ছে তৃণমূল নেতাকে। তার উপর শ্বাসকষ্ট, মানসিক উদ্বেগ, অস্থিরতা ইত্যাদিতে ভুগছেন তিনি। তাঁকে ‘বিশ্রাম’ নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। শোনা যাচ্ছিল, বুধবারও সিবিআই তলব ‘এড়াতে’ পারেন তিনি। আর সেটাই সত্যি হল। এদিনও সিবিআই দফতরে হাজিরা দিলেন না তিনি।

You might also like!