First page 3 months ago (7)

Again health test of Anubrata Mondal : অনুব্রত মণ্ডলের ফের স্বাস্থ্যপরীক্ষা, তদন্তে অসহযোগিতায় অভিযুক্ত তৃণমূল নেতা

Again health test of anubrata Mandal

 

কলকাতা, ১৬ আগস্ট : গরু পাচার মামলায় ধৃত বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের ফের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। মঙ্গলবার সকালে আলিপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। এদিন সকালে গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হয় আলিপুর কমান্ড হাসপাতালে।

অনুব্রত এখন সিবিআই হেফাজতে রয়েছেন। কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা পর ফের নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। অনুব্রতর বিরুদ্ধে উঠেছে তদন্তে অহযোগিতার অভিযোগ। যদিও, হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করাতে যাওয়া-আসার পথে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি বীরভূমের এই দাপুটে নেতা।

You might also like!