FIFA World Cup 2022

1 year ago

FIFA World Cup 2022: স্বপ্নের উড়ান দক্ষিণ কোরিয়ার, অপরদিকে রিসার্ভ বেঞ্চে চোখের জলে ফুটবল বিদায় সুয়ারেজের

Suarez's tearful farewell to football on the reserve bench
Suarez's tearful farewell to football on the reserve bench

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কাতার বিশ্বকাপের গ্রুপ এইচ-এর শেষ ম্যাচে উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া আলাদা আলাদা প্রতিপক্ষের বিরুদ্ধে দুটি দলই জিতল তবে গোলপার্থক্যই গড়ে দিল চলতি বিশ্বকাপে দুটি দলের ভাগ্য। পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে ২-১ হারিয়ে এবং উরুগুয়ের সঙ্গে গোল করায় এগিয়ে থাকায় নকআউটে পৌঁছে গিয়েছেন হিউং মিন সনরা। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কনফেডারেশনের তিনটি দল, অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া উঠে গেল নকআউটে। অপরদিকে আল জানৌব স্টেডিয়ামে তখন চোখের জলে মাঠ ছাড়তে দেখা গেল লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি, দিয়োগো গোডিনদের।  সম্ভবত এটাই সুয়ারেজের শেষ বিশ্বকাপ। ২০০২ বিশ্বকাপের পর এই প্রথম গ্রুপ পর্ব থেকে বাদ পড়ল প্রথম বিশ্বকাপজয়ীরা। 

পর্তুগাল আগেই নকআউটে জায়গা পাকা করে নিয়েছিল। নিজেদের টিকিয়ে রাখার চ্যালেঞ্জ ছিল দক্ষিণ কোরিয়ার। ম্যাচের প্রথম থেকেই দাপট দেখাতে শুরু করে পর্তুগাল। যার জেরে ম্যাচের ৫ মিনিটেই গোল আসে তাঁদের ঝুলিতে। দিয়োগো দালতের ক্রস থেকে দারুণ গোল করে পর্তুগালকে এগিয়ে দেন রিকার্ডো হোর্তা। গোল হজম করে ম্যাচে ফেরার জন্য মরিয়া ছিল দক্ষিণ কোরিয়া। ম্যাচের ২৫ মিনিটেই সমতায় ফেরে তারা। কিম ইয়ংয়ের গোলে ১-১ ব্যবধানে বিরতিতে যায় দুটি দল। দ্বিতীয়ার্ধে আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে উঠেছিল লড়াই। ম্যাচের সংযুক্তি সময়ে ওয়াং হি চ্যানের গোলে ২-১ ব্যবধানে জয়ে নিয়ে মাঠ ছাড়েন হিউং মিন সনরা।

You might also like!