FIFA World Cup 2022

1 year ago

FIFA World Cup2022 : আজ বিশ্বকাপ যাত্রা শুরু করতে চলেছে পর্তুগাল

Portugal is going to start the World Cup today
Portugal is going to start the World Cup today

 

দোহা, ২৪ নভেম্বর : বৃহস্পতিবার কাতার বিশ্বকাপে যাত্রা শুরু করতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। প্রতিপক্ষ ঘানা। সম্ভবত এটাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কেরিয়ারের শেষ বিশ্বকাপ। এ বারের বিশ্বকাপ শুরু হওয়ার আগে রোনাল্ডোর ক্লাব ম্যাঞ্চেস্টার ও তাঁর বিচ্ছেদ নিয়ে কম নাটক হয়নি। আপাতত ম্যান ইউ অধ্যায়ে ইতি টেনে দেশের জার্সিতে রোনাল্ডোর জ্বলে ওঠার পালা। কাতার বিশ্বকাপে এক ঝাঁক রেকর্ড গড়ার সুযোগ রয়েছে রোনাল্ডোর সামনে।

এর আগে চার বার বিশ্বকাপে খেলেছেন রোনাল্ডো। কাতারে কেরিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে চলেছেন পর্তুগিজ অধিনায়ক। ফিফা বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি আলাদা বিশ্বকাপে গোলের নজির গড়ার সুযোগ রয়েছে রোনাল্ডোর সামনে। ২০০৬, ২০১০, ২০১৪ এবং ২০১৮ প্রতিটি বিশ্বকাপেই গোল করেছেন তিনি। চারটি আলাদা বিশ্বকাপে গোলের নজির রয়েছে ব্রাজিলের কিংবদন্তি পেলে (১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০), জার্মানির মিরোস্লাভ ক্লোজে (২০০২, ২০০৬, ২০১০, ২০১৪) এবং উই সিলারের (১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০)। ফলে, কাতারে আজ অন্তত একটি গোল করলেই এই রেকর্ড গড়বেন সিআর সেভেন।

বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের নজির আপাতত রয়েছে তাঁর দখলেই। গত বিশ্বকাপের গ্রুপ পর্বে স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক (৩৩ বছর ১৩০ দিন) করেছিলেন রোনাল্ডো। এবার পর্তুগিজ সুপারস্টারের কাছে নিজের নজির ছাপিয়ে যাওয়ারও সুযোগ রয়েছে। বিশ্বকাপ যাত্রা শুরু করার আগে এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রোনাল্ডো লেখেন, "বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতায় আমাদের অভিযান শুরু করতে চলেছে। একটি দুঃসাহসিক কাজ করতে চলেছি আমরা। আমাদের দেশের নাম এবং পতাকাকে অনেক উঁচুতে তোলার জন্য পূর্ণ সাফল্য কামনা করি। আমরা সকল পর্তুগিজ মানুষকে গর্ব ও আনন্দে ভরিয়ে দিতে চাই। কোনওকিছুই অসম্ভব নয়!"

You might also like!