FIFA World Cup 2022

1 year ago

FIFA WC 2022 : এই বিশ্বকাপে আবার দেখা যাবে তাঁর ছেলেকে, দাবি নেইমারের বাবার

Neymar
Neymar

 

কাতার, ২ ডিসেম্বর : কাতার বিশ্বকাপে আর নেইমারের খেলা নিয়ে সংশয় তৈরী হয়েছে । চারদিকে নেইমারকে নিয়ে যতই নেতিবাচক খবর থাকুক, আশা ছাড়ছেন না নেইমার সিনিয়র। ব্রাজিল ফুটবলার নেইমারের বাবা জানিয়েছেন, এই বিশ্বকাপে আবার দেখা যাবে তাঁর ছেলেকে।

এক ওয়েবসাইটে নেইমার সিনিয়র বলেছেন, “এই বিশ্বকাপে আবার সেরা ছন্দে ফিরতে পারে নেইমার। এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর আগেও আহত হয়ে ও নিজের সেরা ছন্দে ফিরে এসেছে। এ বারও আসবে। আমি ওর বাবা বলে এটা বলছি না। নিঃসন্দেহে ছেলেকে আমি ভালবাসি। কিন্তু আমি ওর ক্ষমতা সম্পর্কে জানি। ব্রাজিলের গোটা দলও জানে নেইমার কতটা গুরুত্বপূর্ণ। মাঠে ওর প্রভাব সতীর্থদের মধ্যে আলাদা করে শক্তি এনে দেয়। নেইমার মাঠে থাকলে ব্রাজিলের চেহারা বদলে যায়। কারণ নেইমারই সেরা।”

নেইমার সিনিয়র আরও বলেছেন, “দলে নেইমারের গুরুত্ব কতটা সেটা সবাই জানে। আশা করি, দল ফাইনালে উঠলে নেইমারকে পাওয়া যাবে। সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে ও দলকে ট্রফি জেতাবে। একসঙ্গে ট্রফি জিতবে।”

প্রসঙ্গত, সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন নেইমার। দিন দুয়েক জল্পনার পর বলা হয়, গ্রুপ পর্বে আর তিনি খেলতে পারবেন না। তবে নকআউটে পাওয়া যাবে। কিন্তু ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচের আগে খবর পাওয়া যাচ্ছে, নেইমারকে নকআউটে পাওয়ার সম্ভাবনাও কম। তাঁর চোট যে রকম মনে করা হয়েছিল, তার থেকেও বেশি গুরুতর। এখনও তাঁর গোড়ালি ভাল রকম ফুলে রয়েছে। খুবই ধীরে ধীরে উন্নতি হচ্ছে। 

You might also like!