FIFA World Cup 2022

1 year ago

FIFA world cup 2022 : অঘটনের বিশ্বকাপ ! কাল আর্জেন্টিনার পর আজ জার্মানির হার

Japan beats Germany 2-1 in their first match
Japan beats Germany 2-1 in their first match

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অবিশ্বাস্য! কাল আর্জেন্টিনার পর আজ জার্মানি কে হারের মুখ দেখতে হল সহজ টিমের কাছে। এ যেন অঘটনের বিশ্বকাপ। লিয়োনেল মেসিদের মতোই প্রথম ম্যাচে হেরে হতাশ  ম্যানুয়েল ন্যুয়ের, টমাস মুলাররা। তবে এই প্রথমবার নয় এর আগেও তিন বার ঘটেছে এই ঘটনা। 

১৯৩৪-এ প্রথম বার বিশ্বকাপ খেলে তারা। সে বার প্রথম ম্যাচেই সুইৎজারল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে যায় তারা। এরপর ১৯৬২ এবং ১৯৭৮ সালে তারা প্রথম ম্যাচে ড্র করেছিল ইটালি এবং পোল্যান্ডের বিরুদ্ধে। এর পর আবার ১৯৮২ সালে আলজেরিয়ার কাছে ১-২ ব্যবধানে হেরে যায় তারা।গত বারের বিশ্বকাপেও প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হেরে শুরু করেছিল জার্মানি।এ বার ও জাপানের সাথে প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করল জার্মানি। 

বুধবার দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ২-১ গোলে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ সফর শুরু করে এই এশিয়ার দেশ। ম্যাচের ৫ মিনিটে প্রথম কর্ণার পায় জাপান। তার তিন মিনিট পরেই গোলের সুযোগ পেয়ে যায় এশিয়ার দেশটি। জাপানের মিয়েদা গোলও করেন। যদিও অফসাইডের জন্য বাতিল হয়ে যায় গোলটি। তবে ম্যাচের ৩৩ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মানি। পেনাল্টি থেকে গোল করেন গুন্ডয়ান। 

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে জার্মানি। প্রায় সারাক্ষণই বল ঘোরা ফেরা করেছে জাপানের অর্ধে।  তবে সঠিক সময় সঠিক কাজটি করে রিটসু ডোয়ান, ৭৫ মিনিটে জাপানের হয়ে প্রথম গোল করে সমতা এনে দেন ম্যাচে। ৮৩ মিনিটে অনবদ্য গোলে জাপানকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তাকুমা আসানো। পিছিয়ে পরার পর সমতা ফেরানোর জন্য সংযুক্ত সময়ের ৯ মিনিট-সহ মোট ১৬ মিনিট সময় পায় জার্মানি ,  কিন্তু কাজে আসেনি কিছুই, ফলে হারের মুখ দেখতে হয় চার বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। 

You might also like!