FIFA World Cup 2022

1 year ago

FIFA World Cup 2022 : অঘটনের বিশ্বকাপ! বিশ্বকাপ সফর শেষ জার্মান শিবিরের

FIFA World Cup 2022: German footballer Thomas Muller may retire from international football
FIFA World Cup 2022: German footballer Thomas Muller may retire from international football

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে শেষ করল জার্মানি। প্রথম ম্যাচে জাপানের বিরুদ্ধে হেরে গিয়েছিল তারা। এর পর স্পেনের বিরুদ্ধে ড্র করে জার্মানি। শেষ ম্যাচে কোস্টা রিকাকে হারালেও ভাগ্য সঙ্গে ছিল না মুলারদের। জাপান হারিয়ে দেয় স্পেনকে। আর তাতেই বিশ্বকাপে আবারের মতো পথ চলা শেষ জার্মানির।  

গত বারও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল জার্মানি। কাতারে তাই তাদের নিয়ে অনেক বেশি প্রত্যাশা তৈরি হয়েছিল। মনে করা হয়েছিল গত বারের প্রতিশোধ নেবে তারা। মুলার বলেন, “এই ফল আমাদের জন্য খুবই তিক্ততা রেখে গেল। মনে হচ্ছে আমাদের কোনও শক্তি নেই।”  

দ্বিতীয়ার্ধে অনেক বেশি আক্রমণাত্মক খেলা শুরু করে কোস্টা রিকা। জার্মানির গোলের দিকে এগোতে থাকে তারা। ফলও মেলে। ৫৮ মিনিটের মাথায় তাজেদার গোলে সমতা ফেরায় কোস্টা রিকা। গোল খেয়ে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় জার্মানি। কারণ গোল করা ছাড়া কোনও উপায় ছিল না তাদের। কিন্তু খেলার গতির বিপরীতে ৭০ মিনিটের মাথায় ন্যুয়েরের আত্মঘাতী গোলে এগিয়ে যায় কোস্টা রিকা।৭৩ মিনিটে সমতা ফেরালেন কাই হাভের্ৎজ। ৮৫ মিনিটের মাথায় আবার গোল করলেন তিনি। ৮৯ মিনিটে দলের চতুর্থ গোল করলেন নিকলাস ফুলকুর্গ। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে ম্যাচ জিতেও বিদায় নেয় জার্মানি।  

বরাবরই জার্মানি বিশ্বকাপের হট ফেভারিট, চার বার বিশ্বকাপ জয় করেছে তারা,  শুধু তাই নয়, রানার্স-আপ হয়েছে চার বার। তৃতীয় স্থানও পেয়েছে চার বার। অর্থাৎ সব মিলিয়ে আট বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা। আর কোনও দেশের এই নজির নেই। তবে শেষ দু'বছরে তাদের প্যারফর্মেন্স হতাশ করেছে ফুটবল প্রেমীদের । 

You might also like!