FIFA World Cup 2022

1 year ago

FIFA World Cup 2022 : বিপাকে ইংল্যান্ড দল! প্রথম ম্যাচের আগেই গ্রেফতার হতে পারেন হ্যারি কেন

Harry Kane
Harry Kane

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সমকামী প্রেম বিশ্বব্যাপী আইনসিদ্ধ হলেও কাতারে তা নিষিদ্ধ। বিশ্বকাপের আগে থেকে বেশ কয়েকটি এলজিবিটিকিউ সংস্থা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। সেই প্রতিবাদে যোগ দিয়েছে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। তালিকায় রয়েছে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স, ডেনমার্ক, বেলজিয়াম, জার্মানি, সুইডেন, নরওয়ে, সুইৎজারল্যান্ড ও ওয়েলস।এই মর্মে কটি বিশেষ আর্মব্যান্ড সামনে এনেছে তারা। নাম ‘ওয়ান লাভ’। বিশ্বকাপের ম্যাচে এই আর্মব্যান্ড পরে নামবেন বলে জানিয়েছেন এই দেশগুলির অধিনায়করা। তাঁরা জানিয়েছেন, সরাসরি সমকাম-বিরোধী আইনের বিরোধিতা করার জন্য নয়, সমকামী প্রেমকে সমর্থন করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন। 

আর এর ফলেই বিপাকে পড়তে পারেন ব্রিটিশ অধিনায়ক হ্যারি কেন, সোমবার ইরানের বিরুদ্ধে কেনের হাতে সমকামীতা বিষয়ক কোনো  বিশেষ আর্মব্যান্ড থাকলে তার খেসারত দিতে হবে তাঁকেই। কারণ, ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে দেশে বিশ্বকাপ হচ্ছে সেই দেশের আইন, সংস্কৃতি মেনে চলতে হবে।  

ইতিমধ্যে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)-কে ফিফা জানিয়ে দিয়েছে, নিয়ম অনুযায়ী ওই বিশেষ আর্মব্যান্ড পরতে পারবেন না কোনও অধিনায়ক। তার বদলে, ঐক্য ও সমানাধিকারের বার্তা দিতে বিশেষ আর্মব্যান্ড নিয়ে এসেছে ফিফা। প্রতি রাউন্ডে সেই আর্মব্যান্ডের ‘স্লোগান’ বদলে যাবে। কিন্তু তার বাইরে কিছু পরা যাবে না। তাই যদি ইরানের বিরুদ্ধে কেন বিশেষ আর্মব্যান্ড পরেন, তা হলে ম্যাচ শুরুর আগেই তাঁকে গ্রেফতার করা হতে পারে।


You might also like!