FIFA World Cup 2022

1 year ago

FIFA World Cup 2022 : বিশ্বকাপ চলাকালীন জঘন্য অভিযোগ উঠল লিয়োনেল মেসির বিরুদ্ধে

Lionel Messi
Lionel Messi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত শনিবার বিশ্বকাপের সফরে মেক্সিকোর বিরুদ্ধে দারুন জয় পেয়েছে আর্জেন্টিনা ব্রিগেড। জয়ের আনন্দে ফুটবলারদের গা ভাসাতে দেখা যায় ফুটবলার নিকোলাস ওটামেন্ডির পোস্ট করা একটি ভিডিয়োতে, তাতে দেখা যায়  স্প্যানিশ ভাষায় একটি গানের সঙ্গে নাচছিলেন মেসি, অ্যাঙ্খেল দি মারিয়ারা। সেই ভিডিয়োরই একটি অংশে মেসিকে দেখা গিয়েছে সবুজ রঙের কোনও একটি বস্তু পা দিয়ে ঠেলে সরিয়ে দিচ্ছেন তিনি। 

এই ভিডিয়ো ঘিরেই বিতর্ক শুরু হয়েছে, মেসির বিরুদ্ধে মেক্সিকোর জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনেছেন বক্সিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন সাউল ‘কানেলো’ আলভারেস।এর  পাল্টা দিয়েছেন আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার সের্জিয়ো আগুয়েরো। কানেলোকে নির্বোধ সম্বোধন করেছেন  তিনি। 

টুইটারের ছবি তুলে ধরে কানেলো লিখেছেন, “মেসিকে দেখছি আমাদের জাতীয় পতাকা এবং জার্সি দিয়ে ঘর পরিষ্কার করছে। ও ভগবানের কাছে প্রার্থনা করুক আমি যেন কোনও দিন ওকে খুঁজে না পাই। যে ভাবে আমি আর্জেন্টিনাকে সমীহ করি, সে ভাবেই ওর মেক্সিকোকে সমীহ করা উচিত। আর্জেন্টিনার সবাই খারাপ সেটা বলছি না। কিন্তু মেসি যা করেছে, সেটা কোনও ভাবেই সহ্য করা যায় না।”

আগুয়েরো লিখেছেন, “মিস্টার কানেলো, সব কিছুতে সমস্যা খুঁজে বের করার চেষ্টা করবেন না। আপনি ফুটবলের ব্যাপারে কিছুই জানেন না এবং সাজঘরে কী হয় সে সম্পর্কেও ধারণা নেই। ম্যাচ হয়ে যাওয়ার পর জার্সি মাটিতেই ফেলে রাখা থাকে। কারণ সেগুলো ঘামে ভেজা থাকে। মেসি বুটটা খোলার চেষ্টা করছিল। আচমকা জার্সিতে ওর পা লেগে গিয়েছে।” 

যদিও কানোলা কে তার দেশের মানুষই সমর্থন করেনি, বরং তাকে বিদ্রুপের মুখোমুখি হতে হয়েছে । তাঁদের মতে, মেসি এমন মানুষই নন বিপক্ষ দেশকে অসম্মান করবেন।

You might also like!