FIFA World Cup 2022

1 year ago

FIFA World Cup 2022: শেষ ষোলোয় উঠতে পর্তুগালের বাধা উরুগুয়ে

Christiano Ronaldo looking ahed of Uruguye match
Christiano Ronaldo looking ahed of Uruguye match

 

দোহা, ২৮ নভেম্বর : আজ ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় উরুগুয়ের মুখোমুখি হচ্ছে পর্তুগাল। প্রথম ম্যাচে ঘানার বিরুদ্ধে ৩-২ গোলে জিতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। পর্তুগিজ মহাতারকা নিজে পেনাল্টি থেকে একটি গোল করেছিলেন। ঘানার থেকে উরুগুয়ে অনেক কঠিন প্রতিপক্ষ, শেষ ষোলোয় উঠতে তাই নিজেদের সেরাটা দিতে হবে পর্তুগিজদের।

তবে এই ম্যাচ কিন্তু রোনাল্ডোদের বদলা নেওয়ার ম্যাচ। ২০১৮-র বিশ্বকাপে শেষ ষোলোয় মুখোমুখি হয়েছিল দুই দেশ। রোনাল্ডোর মঞ্চে জোড়া গোল করে ম্যাচের নায়ক হয়ে যান উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানি। এবারও দলে আছেন তিনি। তবে রোনাল্ডো এবং কাভানি দু’জনেই কেরিয়ারের শেষ লগ্নে, আগের সেই বিধ্বংসী ফর্ম নেই কারও। রোনাল্ডোর সামনে অবশ্য বদলা নেওয়া ছাড়াও আরও একটি মিশন রয়েছে। মেক্সিকোর বিরুদ্ধে গোল করে বিশ্বকাপের মঞ্চে মারাদোনা এবং রোনাল্ডোর আট গোলের রেকর্ড স্পর্শ করেছেন লিয়োনেল মেসি। নিঃসন্দেহে ফের তাঁকে টপকে যেতে চাইবেন সি আর সেভেন।


You might also like!