FIFA World Cup 2022

1 year ago

FIFA World Cup 2022: প্রথম আফ্রিকান দল হিসাবে এই নজির সৃষ্টি ক্যামেরুনের

Cameron defeated Brazil for the first time in history of world cup
Cameron defeated Brazil for the first time in history of world cup

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলকে হারানোর নজির ক্যামেরুনের। কিন্তু সেই সঙ্গে বিদায়। ব্রাজিলের লক্ষ্য ছিল গ্রুপ স্টেজে অপরাজিত থেকে পরবর্তী শেষ ১৬ প্রবেশ। কিন্তু তাতে ব্যর্থ ব্রাজিল। এক ঝাঁক সুযোগ নষ্ট না করলে খেলার ফলাফল অন্য রকম হতেই পারত। অ্যাডেড টাইমে ব্রাজিল বধের ইতিহাস লিখলেন আবুবাকার। জি গ্রুপ থেকে ব্রাজিলের পাশাপাশি নকআউটে জায়গা করে নিল সুইৎজারল্যান্ড।

ম্যাচে আগে এক বার হলুদ কার্ড দেখেছিলেন ভিনসেন্ট আবুবাকার। অ্যাডেড টাইমে ঐতিহাসিক গোলের পর জার্সি খুলে উচ্ছ্বাসে মাতলেন। দ্বিতীয় হলুদ কার্ড তথা রেড কার্ড দেখে মাঠ ছাড়তে হল। সার্বিয়া বনাম সুইৎজারল্যান্ড ম্যাচটি ড্র হলে কিংবা সুইৎজারল্যান্ড হারলে, তবেই ক্যামেরুনের সম্ভাবনা থাকত। স্টেডিয়াম ৯৭৪-এ নাটকীয় জয় সুইৎজারল্যান্ডের।

You might also like!