FIFA World Cup 2022

1 year ago

FIFA WOrld Cup 2022 : মেসিদের হার থেকে শিক্ষা নিয়ে আজ মাঠে নামছে ব্রাজিল

Brazil is entering the field today
Brazil is entering the field today

 

দোহা, ২৪ নভেম্বর : কাতার বিশ্বকাপে বৃহস্পতিবার মাঠে নামছে ব্রাজিল। ‘জি’ গ্রুপে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউরোপের দেশ সার্বিয়া। বৃহস্পতিবার মাঠে নামার আগে রীতিমতো সতর্ক ব্রাজিল। এমনকী তুকতাকের রাস্তায়ও চলে গেলেন নেমাররা!

বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডের খেলার সময় রড্রিগোর হাত ধরে ইয়ুরজিনহো নামে একজন নাপিত এসেছিলেন ব্রাজিল হোটেলে। তাঁর হাতে চুলে কেটে সেই ম্যাচেই দারুণ খেলেন নেমাররা। এমনকী গোলও পান রড্রিগো। তারপর থেকে বিভিন্ন সময় ইয়ুরজিনহোর ডাক পড়েছে ব্রাজিল শিবিরে। ব্রাজিলের সাংবাদিকদের থেকে যেটুকু জানা গেল, তাতে এবারের বিশ্বকাপ পাওয়ার জন্য সব কিছু করতে তৈরি নেমার। রড্রিগোকে বলেছেন, জরুরি ভিত্তিতে ইয়ুরজিনহোকে ব্রাজিল থেকে উড়িয়ে আনতে। নেমারের ইচ্ছে। তাই গতকালই দোহায় ব্রাজিল শিবিরে এসে পৌঁছেছেন ইয়ুরজিনহো। আর এদিনই নেমার, ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগোরা চুলের নতুন স্টাইল করে ফেললেন। সার্বিয়ার বিরুদ্ধে একেবারে নতুন স্টাইলের চুল নিয়ে নাঠে নামবেন নেমার, ভিনিসিয়াস জুনিয়ররা।

৮৮ বছর ধরে বিশ্বকাপের প্রথম ম্যাচ হারে না ব্রাজিল। তাই এই ম্যাচে মাঠে নামার আগে ইতিহাস থেকে সুখস্মৃতিই খুঁজে পাচ্ছে তিতের দল। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিল ব্রাজিল। সেবার তারা হেরে গিয়েছিল প্রথম ম্যাচ, পরের আসরেও ঘটে একই ঘটনা। এরপর ৮৮ বছরে আর কখনওই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ হারেনি তারা।


You might also like!