FIFA World Cup 2022

1 year ago

FIFA World Cup 2022 : শেষ ষোলোয় আর্জেন্তিনার সামনে অস্ট্রেলিয়া

Australia in front of Argentina in the last sixteen
Australia in front of Argentina in the last sixteen

 

দোহা, ১ ডিসেম্বর : পোল্যান্ডকে ২-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে আর্জেন্তিনা। গ্রুপ সি-র শীর্ষে থেকে শেষ করেছেন লিওনেল মেসিরা। শেষ ষোলোয় মেসিদের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া। যারা গ্রুপ ডি-র দ্বিতীয় স্থানে শেষ করেছে। আগামী ৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার মুখোমুখী হবে আর্জেন্তিনা ।

সৌদি আরবের কাছে গ্রুপের প্রথম ম্যাচে অপ্রত্যাশিত পরাজয়ের পর আর্জেন্তিনার ফুটবলপ্রেমীরা আশঙ্কা করেছিলেন, প্রথম পর্ব থেকেই না বিদায় নিতে হয় মেসিদের। তারপরই মেক্সিকোকে ২-০ উড়িয়ে ঘুরে দাঁড়ানো আর্জেন্তিনার। বুধবার ভারতীয় সময় মাধরাত পেরিয়ে যখন পোল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে নেমেছিলেন মেসিরা, সকলের প্রার্থনা ছিল যেন সরাসরি জিতে নক আউটে উঠতে পারেন মেসিরা। যাতে অঙ্কের জাঁতাকলে না পড়তে হয়। পাশাপাশি উদ্বেগ ছিল পয়েন্ট টেবিল নিয়েও। কারণ, ড্র করলেও নক আউটে চলে যেত আর্জেন্তিনা। কিন্তু সেক্ষেত্রে গ্রুপ সি-র রানার আপ হওয়ার কারণে গ্রুপ ডি চ্যাম্পিয়ন ফ্রান্সের সামনে পড়ত আর্জেন্তিনা। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরেই বিদায় নিয়েছিলেন লা আলবিসেলেস্তেরা। এবারও ছন্দে কিলিয়ান এমবাপে-অলিভিয়ের জিহুরা। আর্জেন্তিনার সমর্থকেরা তাই চেয়েছিলেন, শেষ ষোলোয় যেন ফ্রান্সের সামনে না পড়তে হয়। সমর্থকদের প্রার্থনা পূরণ হয়েছে । পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। পোল্যান্ডের বিরুদ্ধে ৩ পয়েন্ট পাওয়ায় মেসিরা গ্রুপ চ্যাম্পিয়ন হলেন। আর তাই গ্রুপ ডি-র দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবেন মেসিরা। আর্জেন্তিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ হবে ৪ ডিসেম্বর। ভারতীয় সময়ে শনিবার রাত সাড়ে বারোটায়। আমেদ বিন আলি স্টেডিয়ামে হবে মেসিদের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ।

You might also like!