FIFA World Cup 2022

1 year ago

Neymar : চোটে কাবু নেইমার! আগের সফরে তাকে পাবে কী ব্রাজিল শিবির ?

Naymar Jr.
Naymar Jr.

 

দোহা, ২৫ নভেম্বর : বৃহস্পিতবার রাতে বিশ্বকাপে সার্বিয়ার বিরুদ্ধে দূরন্ত জয়ের দিনে চোটের কবলে ব্রাজিল তারকা নেইমার। ম্যাচের দ্বিতীয় হাফে সার্বিয়ার বক্সের বাইরে নেইমারকে চ্যালেঞ্জ করেন প্রতিপক্ষ ডিফেন্ডার। সেই সময় তাঁর ডান পা মুচকে যায় ৷ যার জেরে গোড়ালির সামনের অংশ ফুলে গিয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতের খেলায় দ্বিতীয় হাফে ৭০ মিনিটের আগেই চোটের কারণে নেইমারকে তুলে নিতে বাধ্য হন কোচ তিতে।

ফলে জয়ের উৎসবের মধ্যেই আশঙ্কার কালো মেঘ ব্রাজিল শিবিরে। কারণ নেইমার এই বিশ্বকাপে দুই স্ট্রাইকারের পেছন থেকে খেলছেন। ফলে সরাসরি স্ট্রাইকারের ভূমিকায় না রেখে, তাঁর উপর খেলা তৈরির বাড়তি দায়িত্ব দিয়েছেন তিতে। সার্বিয়ার বিরুদ্ধে দারুণভাবে সেই ভূমিকা পালনও করেছেন তিনি। যার ফলে আসে ব্রাজিলের প্রথম গোল। রিচার্ডলিসন, ভিনি জুনিয়রের পাস থেকে গোল করলেও সার্বিয়ার বক্সের বাইরে পুরো খেলাটি তৈরি করেছিলেন নেইমার নিজে। ৪ জন ডিফেন্ডারকে কাটিয়ে ভিনিকে বল পাস করেছিলেন। আর ভিনি থেকে রিচার্ডলিসন গোল করে যান।

দ্বিতীয় গোলের ক্ষেত্রেও ভূমিকা ছিল নেইমারের। কিন্তু, বৃহস্পতিবার রাতের ম্যাচে নেইমার জুনিয়রকে থামাতে প্রতিপক্ষ বেশ কয়েকবার কড়া ট্যাকেল করেছেন। মোট ন’বার সার্বিয়ান ফুটবলাররা তাঁকে ফাউল করেছেন। এমনকী প্রতিপক্ষ বক্সের বাইরে চোট পাওয়ার পরেও বেশ কিছুক্ষণ মাঠে ছিলেন নেইমার। কিন্তু, শেষ পর্যন্ত আর দৌড়তে পারছিলেন না। মাঠের মধ্যেই খোড়াতে দেখা গিয়েছে তাঁকে। ডাগআউটে বসে মাথায় হাত দিতেও দেখা গিয়েছে নেইমারকে।


You might also like!