Breaking News
 
CJI DY Chandrachud:‘স্বার্থান্বেষী গোষ্ঠী’র চাপে বিচার বিভাগ,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেশের ৬০০ আইনজীবীর Lok Sabha Election 2024:মুখ্যমন্ত্রীকে নিয়ে অভিজিতের মন্তব্য,মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, কমিশনে তৃণমূল Abhishek Banerjee:মনরেগার মজুরি বৃদ্ধিতেও বাংলাকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের,শ্বেতপত্র প্রকাশ নিয়ে অভিষেকের খোঁচায় কী বলল বিজেপি? Yusuf Pathan:‘মেহনত করে বিশ্বকাপ জিতেছি’,সেই ছবি ব্যবহারে অন্যের আপত্তি মানতে যাব কেন’! অধীরকে পাল্টা পাঠানের Jayant Kumar Roy:নির্বাচনী প্রচার শুরু জয়ন্ত রায়ের, জল্পেশ মন্দিরে পুজো দিয়ে ভোট ময়দানে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী Most sixes in a T20 match record:৫২৩ রান ও ৩৮ ছক্কার বিশ্বরেকর্ডের ম্যাচ দেখালো আইপিএল

 

Country

1 year ago

Lok sabha and rajya sabha adjourned : ফের বিঘ্নিত সংসদের কাজকর্ম, হইচইয়ে মুলতুবি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন

Lok sabha and rajya sabha adjourned
Lok sabha and rajya sabha adjourned

 

নয়াদিল্লি, ৪ আগস্ট  : শান্তি ফেরার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না সংসদে, কংগ্রেস-সহ বিরোধী সাংসদদের হইচই ও স্লোগানে বৃহস্পতিবার বিঘ্নিত হয়েছে সংসদের উভয়কক্ষের কাজকর্ম। ফলে দফায় দফায় মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। এদিন বেলা এগারোটা নাগাদ উভয়কক্ষের অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বিরোধী সাংসদরা স্লোগান দিতে থাকেন, ফলে স্বাভাবিকভাবে কাজ চালানো সম্ভব হচ্ছিল না। তাই লোকসভার অধিবেশন প্রথমে দুপুর বারোটা অবধি মুলতুবি করে দেওয়া হয়। পরে লোকসভার অধিবেশন শুরু হলেও, একই পরিস্থিতি বজায় থাকে। তাই দু'টো অবধি লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় বারোটা অবধি।

রাজ্যসভায় এদিন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, "এজেন্সির অপব্যবহার করা হচ্ছে এবং বিরোধীদের দমন করার জন্য সরকার প্রচেষ্টারত।" খাড়গে-কেও সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন বিষয়ে তিনি বলেছেন, "আমি অবশ্যই আইন মেনে চলতে চাই, কিন্তু সংসদের অধিবেশন চলাকালীন সমন পাঠানোর অর্থ কী? সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বাসভবন ঘেরাও করা পুলিশের পক্ষে কী ঠিক কাজ?...আমরা ভয় পাব না, আমরা লড়াই করব।" এদিন লোকসভাতেও ইডি-র অপব্যবহার প্রসঙ্গ উত্থাপণ করে বিক্ষোভ দেখান বিরোধীরা।


You might also like!