কলম্বিয়া, ২৭ জুন : কলোম্বিয়ার এল এস্পাইনাল শহরে ষাঁড়ের লড়াই চলার সময় দর্শকাসন ভেঙে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্ততপক্ষে ২০০ জন। স্থানীয় সময় অনুযায়ী, রবিবার খেলা চলাকালীনই এই দুর্ঘটনা ঘটে। স্টেডিয়ামে সেই সময় ঐতিহ্যবাহী 'কোরালেহা' ষাঁড়ের লড়াই উৎসব চলছিল, এই লড়াইয়ে সাধারণ মানুষের একটা অংশও রিংয়ে প্রবেশ করে ষাঁড়কে উত্তেজিত অথবা পিঠে চড়তে পারে।
প্রচলিত ঘরানার ষাঁড়ের লড়াইয়ের চেয়ে খানিকটা আলাদা ধরনের এই লড়াই শেষে ষাঁড়কে মেরেও ফেলা হয় না। কাঠের স্ট্যান্ড ধসে পড়ার পর স্টেডিয়াম জুড়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায়, এক পর্যায়ে লড়াইয়ে থাকা ষাঁড়টি স্টেডিয়ামের বাইরে বের হয়ে রাস্তায় চলে এলে এলাকাজুড়ে আতঙ্কও ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, বহু স্প্যানিশ ভাষী দেশে ষাঁড়ের লড়াই একটি রীতি হলেও মেক্সিকোর চারটি শহর ইতিমধ্যেই এ ধরণের প্রতিযোগিতা নিষিদ্ধ করেছে। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই ধরনের আয়োজন নিষিদ্ধে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, "আমি মেয়রদের অনুরোধ করছি এমন অনুষ্ঠানের অনুমতি না দিতে যেখানে মানুষ বা প্রাণী মারা যায়।"