কলকাতা, ২৭ জুন : বর্ষার প্রভাব দেখা দিতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনের বিভিন্ন সময় দফায় দফায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামতেই ফের রোদ উঠছে। রোদ-বৃষ্টির খেলায় মেতেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্র্রের খবর, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।
সোমবার সকাল থেকেই রোদ ঝলমলে ছিল কলকাতা ও সংলগ্ন জেলাগুলির আকাশ। মাঝেমধ্যেই রোদের আনাগোনাও হয়েছে। কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে। বর্ষার প্রভাব শুরু হতেই গরমের দাপট কমেছে দক্ষিণবঙ্গে। মনোরম পরিবেশ ফিরেছে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। এদিকে, উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই আগামী তিন থেকে চারদিন বৃষ্টি কম হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।