কলকাতা, ২৪ জুন : যকৃৎ ও হৃদরোগের সমস্যা রয়েছে, বার্ধক্যজনিত সমস্যাতেও ভুগছেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার। অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শুক্রবার সকালে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সঙ্কটজনক হলেও বর্তমানে স্থিতিশীল রয়েছেন তিনি। ইশারায় সাড়া দিচ্ছেন ৯২ বছর বয়সি পরিচালক।
হাসপাতাল সূত্রে খবর, নেফ্রোলজি, ক্রিটিক্যাল কেয়ার, মেডিসিন এবং হৃদ্রোগ বিশেষজ্ঞ-সহ পাঁচ জনের চিকিৎসক দলের পর্যবেক্ষণে রয়েছেন বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার। ভেন্টিলেশনে না থাকলেও তাঁর মুখে নল লাগানো রয়েছে। বৃহস্পতিবার তাঁর প্রথম বার ডায়ালিসিস করা হয়েছে। ডায়ালিসিস প্রক্রিয়া সফল হয়েছে।