মথুরা, ১৯ মে : বারাণসীর জ্ঞানবাপী মসজিদের পরে এবার দ্বন্দ্বের কেন্দ্রে মথুরার শাহি ইদগাহ মসজিদ। গৃহীত হল ইদগাহ ময়দান মামলা। নমাজ বন্ধের আর্জি জানিয়ে আবেদন করা হয় আদালতে।
লখনউয়ের আইনজীবী শৈলেন্দ্র সিং মথুরা দায়রা জজ আদালতে এই পিটিশন দাখিল করেন। আবেদনে তাঁর আর্জি ছিল, শাহি ইদগাহে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তাই সেখানে মুসলমানদের নামাজ পড়া বন্ধ করার নির্দেশ দেওয়া হোক।
আবার উত্তরপ্রদেশের মথুরায় শ্রী কৃষ্ণের জন্ম হয়েছিল, এই প্রসঙ্গ তুলে মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমিতে মন্দিরের কাছে যে মসজিদটি আছে, তাও হিন্দুদের কাছে হস্তান্তর করার দাবি ওঠে। তাই কয়েক দিন আগেই মথুরার কৃষ্ণ জন্মভূমি সংলগ্ন এলাকায় অবস্থিত সেই মসজিদ এলাকায় সমীক্ষার জন্য অ্যাডভোকেট কমিশনরকে নিয়োগের পিটিশনও দায়ের হয় আদালতে। তাতে শাহি দরগা সরিয়ে দেওয়ার দাবি করা হয়। সেখানে শ্রীকৃষ্ণের চিহ্ন রয়েছে বলেও দাবি করা হয়। মন্দিরের দাবি ইদগাহের ১৩.৩৭ একর জমি তাদের।