নয়াদিল্লি, ১৮ মে : মঙ্গলবার এখানে আইজিআই স্টেডিয়ামে অনুষ্ঠিত সিনিয়র ফ্রিস্টাইল কুস্তির জন্য বাছাই ট্রায়ালে ভারতের অলিম্পিক পদক বিজয়ী কুস্তিগীর রবি দাহিয়া এবং বজরং পুনিয়াকে ২০২২ সালের কমনওয়েলথ গেমসের জন্য নির্বাচিত ছয়জন কুস্তিগীরের মধ্যে ছিলেন।
রবি দাহিয়া (৫৭ কেজি), বজরং পুনিয়া (৬৫ কেজি), নবীন (৭৪ কেজি), দীপক পুনিয়া (৮৬ কেজি), দীপক (৯৭ কেজি) এবং মোহিত দাহিয়া (১২৫ কেজি) ট্রায়ালের সময় দেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন। ঘটনা কমনওয়েলথ গেমস ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হবে।