লাহোর, ২০ জানুয়ারি : পাকিস্তানের লাহোরে বিস্ফোরণে প্রাণ হারালেন একটি শিশু-সহ ৩ জন। এছাড়াও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার লাহোরের লাহোরি গেটের কাছে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় পার্শ্ববর্তী দোকান ও বাড়ির জানলার কাঁচ ভেঙে যায়, ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি মোটরবাইক। লাহোরের ডেপুটি ইন্সপেক্টর-জেনারেল অফ অপারেশন মুহাম্মদ আবিদ খান জানিয়েছেন, কীভাবে বিস্ফোরণ ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের জেরে মাটিতে প্রায় ১.৫ ফুট গভীর গর্ত তৈরি হয়। আহতদের মায়ো হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে স্থানে বিস্ফোরণ হয়েছে, সেই স্থানে সর্বদাই মানুষের সমাগম থাকে। মায়ো হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণে আহত ২০ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এই বিস্ফোরণের ঘটনায় উদ্বিগ্ন পঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার। দ্রুত তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন তিনি।