মুম্বই, ২০ জানুয়ারি : ক্রমেই সুস্থ হয়ে উঠেছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। আইসিইউ-তে চিকিৎসাধীন থাকলেও, তরলের পাশাপাশি খাচ্ছেন সাধারণ খাবারও। বৃহস্পতিবার লতা মঙ্গেশকরের মুখপাত্র অনুশা শ্রীনিবাসন আইয়ার জানিয়েছেন, লতা দিদি সুস্থ আছেন। তাঁর দ্রুত সুস্থতার কামনা করুন। চিকিৎসকরা সম্মতি দিলেই বাড়ি নিয়ে আসা হবে তাঁকে। লতার চিকিৎসক প্রতীত সামদানি জানিয়েছেন, “লতাজি এখনও আইসিইউ-তেই আছেন। তাঁকে সুস্থ করে তোলার জন্য আমরা সব রকমের চেষ্টা করছি।
চিকিৎসায় সাড়া দিচ্ছেন লতা। আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি তরলের পাশাপাশি ভাত-রুটির মতো স্বাভাবিক খাবারও খেতে শুরু করেছেন। বাইরে থেকে অক্সিজেনও দিতে হচ্ছে না তাঁকে। উল্লেখ্য, গত ৯ জানুয়ারি থেকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ চিকিৎসাধীন লতা মঙ্গেশকর। করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, কোভিড ছাড়াও নিউমোনিয়ায় অসুস্থ তিনি। ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। চিকিৎসকরা কবে তাঁকে ছুটি দেন, আপাতত সেটাই অপেক্ষা।