মুম্বই, ১৯ জানুয়ারি : আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তবে, এখনও আইসিইউ-তেই রয়েছেন কিংবদন্তি গায়িকা। বুধবার লতা মঙ্গেশকরের মুখপাত্র অনুশা শ্রীনিবাসন আইয়ার জানিয়েছেন, লতা দিদি স্থিতিশীল রয়েছেন। এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। লতার মুখপাত্র আরও জানিয়েছেন, "লতা দিদি এখনও আইসিইউ-তে রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতার কামনা করুন।"
গত ৯ জানুয়ারি থেকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ চিকিৎসাধীন লতা মঙ্গেশকর। করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, কোভিড ছাড়াও নিউমোনিয়ায় অসুস্থ তিনি। ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। চিকিৎসকরা কবে তাঁকে ছুটি দেন, সেই অপেক্ষায় সকলে।